শর্তাবলী
১. শর্তাবলীর গ্রহণযোগ্যতা
আমাদের ওয়েবসাইট ("স্টুডেন্ট'স হাইভ") ব্যবহার করার মাধ্যমে আপনি এই শর্তাবলী মেনে নিতে সম্মত হচ্ছেন। আপনি যদি এই শর্তাবলীর সাথে একমত না হন, তাহলে অনুগ্রহ করে আমাদের ওয়েবসাইট ব্যবহার করবেন না। আমরা যেকোনো সময় এই শর্তাবলী পরিবর্তন করার অধিকার রাখি এবং পরিবর্তিত শর্তাবলী ওয়েবসাইটে প্রকাশের পর থেকেই কার্যকর হবে।
২. পরিষেবা ব্যবহার
- আপনি শুধুমাত্র বৈধ এবং আইনসম্মত উদ্দেশ্যে আমাদের ওয়েবসাইট ব্যবহার করতে পারবেন।
- কোনো ধরনের ক্ষতিকর সফটওয়্যার (যেমন, ভাইরাস, ট্রোজান) আপলোড বা বিতরণ করা থেকে বিরত থাকতে হবে।
- আমাদের ওয়েবসাইট বা সার্ভারের নিরাপত্তা ব্যবস্থায় কোনো ধরনের হস্তক্ষেপ করা যাবে না।
- আপনি কোনো বাণিজ্যিক উদ্দেশ্যে আমাদের কনটেন্ট ব্যবহার করতে পারবেন না।
৩. মেধা সম্পত্তি অধিকার (Intellectual Property Rights)
আমাদের ওয়েবসাইটে থাকা সমস্ত কনটেন্ট (লেখা, ছবি, ভিডিও, লোগো, গ্রাফিক্স ইত্যাদি) 'স্টুডেন্ট'স হাইভ' বা এর লাইসেন্সদাতাদের সম্পত্তি। আমাদের লিখিত অনুমতি ছাড়া এই কনটেন্ট কোনোভাবেই ব্যবহার, কপি, পরিবর্তন বা বিতরণ করা যাবে না।
৪. ব্যবহারকারীর কনটেন্ট
- আপনি যদি আমাদের ওয়েবসাইটে কোনো কনটেন্ট (যেমন, মন্তব্য, প্রশ্ন) জমা দেন, তবে তার সম্পূর্ণ দায়ভার আপনার।
- আপনি এমন কোনো কনটেন্ট আপলোড করতে পারবেন না যা অবৈধ, মানহানিকর, অশ্লীল, আপত্তিকর বা অন্য কারো অধিকার লঙ্ঘন করে।
- আমরা যেকোনো সময় আপনার আপলোড করা কনটেন্ট সরিয়ে ফেলার অধিকার রাখি।
৫. তৃতীয় পক্ষের লিঙ্ক
আমাদের ওয়েবসাইটে অন্য কোনো ওয়েবসাইটের লিঙ্ক থাকতে পারে। এই লিঙ্কগুলো শুধুমাত্র আপনার সুবিধার জন্য দেওয়া হয়েছে। তৃতীয় পক্ষের ওয়েবসাইটগুলোর কনটেন্ট বা কার্যক্রমের জন্য আমরা দায়ী নই। সেইসব ওয়েবসাইটের নিজস্ব শর্তাবলী এবং গোপনীয়তা নীতি থাকতে পারে, যা আপনার মেনে চলা উচিত।
৬. দাবিত্যাগ (Disclaimer)
আমরা আমাদের ওয়েবসাইটের কনটেন্টের নির্ভুলতা বা সম্পূর্ণতার ব্যাপারে কোনো নিশ্চয়তা দিই না। শিক্ষামূলক কনটেন্টগুলো শুধুমাত্র সহায়ক হিসেবে ব্যবহার করা উচিত।
ওয়েবসাইট ব্যবহারের ফলে কোনো ধরনের ক্ষতি বা ক্ষতির জন্য আমরা দায়ী নই।
৭. অ্যাকাউন্টের সমাপ্তি
আমরা আমাদের নিজস্ব বিবেচনার ভিত্তিতে এবং যেকোনো কারণ ছাড়াই যেকোনো ব্যবহারকারীর অ্যাক্সেস বা অ্যাকাউন্ট বাতিল করার অধিকার রাখি। যদি আপনি এই শর্তাবলী লঙ্ঘন করেন, তবে আপনার অ্যাকাউন্টটি অবিলম্বে বাতিল করা হতে পারে।
৮. যোগাযোগের তথ্য
এই শর্তাবলী সম্পর্কে আপনার যদি কোনো প্রশ্ন থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন।
প্রিয় শুভাকাঙ্ক্ষী। যেকোনো প্রয়োজনে নিচে দেওয়া যোগাযোগ মাধ্যম গুলোয় আমাদের সাথে যোগাযোগ করুন। আমাদের সাথে সকাল ৯ টা থেকে রাত ১১ টা পযন্ত যোগাযোগ করা যাবে।
- মোবাইল: 01892465695 (what'sapp)
- জিমেল: hthasan456@gmail.com
- ফেসবুক আইডি: H. HaSan
- ওয়েবসাইট: www.studentshive.news