এসএসসি স্পেশাল মডেল ২০২৬
আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি পরীক্ষার্থী বন্ধুরা। 🎓
জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ একটি ধাপ হলো এসএসসি পরীক্ষা। এই পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতিতে মডেল টেস্ট সমাধানের কোনো বিকল্প নেই। পরীক্ষার ভয় কাটানো, প্রশ্নের ধরন বোঝা এবং সময় ব্যবস্থাপনায় দক্ষ হয়ে ওঠার জন্য বেশি বেশি মডেল টেস্ট দেওয়া অত্যন্ত জরুরি।
তোমাদের প্রস্তুতিকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে এবং আত্মবিশ্বাসকে পরিপূর্ণ করতে 'স্টুডেন্ট'স হাইভ' আয়োজন করেছে 'স্পেশাল এসএসসি মডেল টেস্ট'। আশা করি, আমাদের এই মডেল টেস্টগুলো তোমাদের প্রস্তুতির সকল ঘাটতি পূরণ করে সাফল্যের পথে সহায়ক হবে।
তোমাদের সেরা প্রস্তুতির জন্য নিরন্তর শুভকামনা।
ক্রমিক | সিলেবাস |
---|---|
মডেল টেস্ট-১ | গদ্য:প্রত্যুপকার,সুভা অভাগীর স্বর্গ। কবিতা: কপোতাক্ষ নদ, জীবন বিনিময় |
অটো আপডেট | ❌ |
Live Demo |