ajkerit

এসএসসি স্পেশাল মডেল টেস্ট - বাংলা প্রথম পত্র

স্টুডেন্ট'স হাইভ 

এসএসসি ২০২৬ স্পেশাল মডেল টেস্ট ২০২৫ 

বিষয়: বাংলা প্রথম পত্র

১. খলিফা মামুনের প্রিয়পাত্র কে ছিলেন? 

ক. ডেমাস্কাসের শাসনকর্তা        

খ. আলী ইবনে আব্বাস 

গ.জনৈক সম্ভ্রান্ত ব্যক্তি        

ঘ. জনৈক প্রজা 

২. ‘বর্ণপরিচয়’ বইটি কত সালে প্রকাশ পায়?

ক. ১৮৫৫      

খ. ১৮৫৬      

গ. ১৮৫৭     

ঘ. ১৮৫৮ 

৩. ছোট মেয়েটির নাম ‘সুভাষিণী’ রাখে কে?

ক. অপু       

খ. প্রতাপ      

গ.নীলমণি রায়    

ঘ.বাণীকণ্ঠ 

৪.রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার লাভ করেন?

ক.১৯১৩ সালে     

খ.১৯১৫ সালে   

গ. ১৯৪১ সালে     

ঘ. ১৯৪২ সালে 

৫. সুভা নিজেকে বিধাতার কী মনে করত?

ক. দান      

খ.অভিশাপ       

গ.উপহার      

ঘ.সৃষ্টি  

৬.’অভাগীর স্বর্গ’ গল্পের গতিশীল চরিত্র কোনটি?

ক.অভাগী     

খ.কাঙালী        

গ.রসিক দুলে    

ঘ.ঠাকুর দাস 

৭.অধম রায় গাছের দাম কয় টাকা আনতে বলে? 

ক.তিন    

খ.চার      

গ.পাঁচ       

ঘ.ছয় 

৮.’জীবন বিনিময়’ কবিতায় কার প্রার্থনা কবুল হয়েছে?

ক.বাবরের     

খ.হুমায়ুনের      

গ.আকবরের      

ঘ.শাহজাদার  

৯.গোলাম মোস্তফা কোন জেলায় জন্মগ্রহণ করেন?

ক.বরিশাল     

খ.যশোর      

গ.নোয়াখালী      

ঘ.দিনাজপুর 

১০.’লইছে যে নাম তব বঙ্গের সংগীতে’---- এখানে কার নামের কথা বলা হয়েছে?

ক.কবির     

খ.কপোতাক্ষ নদের           

গ.সাগরের      

ঘ.বঙ্গবাসীর 

সংক্ষিপ্ত প্রশ্ন: যেকোনো পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের মান ২। 

১.ডেমাস্কাস আলী ইবনে আব্বাসের সর্বাপেক্ষা প্রিয় স্থান কেন? 

২.সুভা নিজেকে সর্বদা গোপন রাখার চেষ্টা করত কেন? 

৩.সুভাষিনী নামটি সার্থক হয়নি কেন? ব্যাখ্যা কর।

৪.‘অভাগীর জীবন নাট্যের শেষ অংক’ বলতে কী বোঝানো হয়েছে ? 

৫.রসিক দুলে তার পায়ের ধুলো দিতে গিয়ে কেঁদে ফেলল কেন? 

৬.’জুড়াই এ কান আমি ভ্রান্তির ছলনে’ – বুঝিয়ে লেখো।

৭.’মোর জীবনের সবচেয়ে প্রিয় আমারি আপন প্রাণ’--- উক্তিটি ব্যাখ্যা কর। 

ক বিভাগ থেকে কমপক্ষে একটি এবং খ বিভাগ থেকে কমপক্ষে একটি করে মোট তিনটি প্রশ্নের উত্তর দাও। 

 ক বিভাগ - গদ্য

১.বাংলার ইতিহাসে শ্রেষ্ঠ দানবীর হাজী মুহাম্মদ মহসিন। তিনি শুধু দানবীরই ছিলেন না; তিনি ছিলেন মানুষের প্রতি মায়ামমতার এক মূর্ত প্রতীক। মুসলমানদের উচ্চশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে তিনি ১৮০৬ সালের ২০ সেপ্টেম্বর “মহসিন ফান্ড” নামক সংস্থায় তার সর্বস্ব দান করেছিলেন। দান এবং মহানুভবতার জন্য তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।

ক.কোপানল শব্দের অর্থ কি? 

খ.বিদায় কালে খলিফা বন্দির সাথে কি পাঠিয়েছিলেন? সংক্ষেপে ব্যাখ্যা কর। 

গ.উদ্দীপকে হাজী মুহাম্মদ মহসিনের সাথে ‘প্রত্যুপকার’ গল্পের আলী ইবনে আব্বাসের চরিত্রের বিদ্যমান বৈসাদৃশ্যসমূহ তুলে ধরো।

ঘ.”প্রেক্ষাপট ভিন্ন হলেও উদ্দীপক ও ‘প্রত্যুপকার’ গল্পে নিজের স্বার্থ বিসর্জন দিয়ে অন্যের উপকার করার চিত্রই আমরা দেখতে পাই”  -মন্তব্যটির সম্পর্কে তোমার মতামত তুলে ধরো।

২.জন্ম থেকে সুলতানের ডান হাত এবং ডান পা একরকম অকেজো। বেশিক্ষণ হাঁটতে পারে না। প্রায় সব কাজেই কারো না কারো সাহায্য নিতে হয়। অন্যদের মতো স্বাভাবিক না হওয়ায় কেউ তার সঙ্গে মিশতে চাইতো না এবং খেলাও করত না। কিন্তু সুলতানার মনোবল হারায়নি। ডান হাতে শক্তি না থাকা সে বাম হাতে লেখালেখি করে। পড়াশোনা অব্যাহত রেখে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের গণ্ডি পেরিয়ে এখন স্নাতক এ ভর্তি হয়েছে। 

ক.’অনিমেষ’শব্দের অর্থ কি? 

খ.কালো চোখকে কিছু তর্জমা করতে হয় না কেন? ব্যাখ্যা কর।

গ.উদ্দীপকের সুলতানার সঙ্গে ‘সুভা’ গল্পের সুভার সাদৃশ্য ব্যাখ্যা কর। 

ঘ.”উদ্দীপকে সুলতানার চরিত্রে যে দিকটি সুভার মধ্যে অনুপস্থিত, সেটি তার করুণ পরিণতির মূল কারণ” –  মন্তব্যটি মূল্যায়ন কর। 

৩.শাহানা এক সন্তানের জননী। ছেলের জন্মের পরপরই  স্বামী জমসেদ দুবাইয়ে পাড়ি জমায়। ওখানেও বিয়ে করেছে। অভাব অনটনের সংসারে অনেক কষ্টে দিন কাটাচ্ছে শাহানা। তবুও স্বামীকে নিয়ে তার কোন অভিযোগ নেই। গুরুতর অসুস্থ হলে স্বামীর মুখটা ভীষণ মনে পড়ে; তাকে দেখতে ইচ্ছা হয় তার। 

ক.”কাঙালীর মার মত সতী-লক্ষ্মী আর দুলে পাড়ায় নেই”--- উক্তিটি কার?

খ.”বাগদি-দুলে ঘরে কেউ কখনো ওষুধ খেয়ে বাঁচে না।” — ব্যাখ্যা কর। 

গ.উদ্দীপকের জমসেদ ‘অভাগীর স্বর্গ’ গল্পের কোন চরিত্রের প্রতিনিধিত্ব করে? ব্যাখ্যা কর।

ঘ.”উদ্দীপকের শাহানা ও গল্পের অভাগী যেন অপরাজেয় সর্বংসহা মা।” -  বিষয়টি মূল্যায়ন কর।

খ বিভাগ- কবিতা 

৪.বহুদিন পরে মনে পড়ে আজি পল্লী মায়ের কোল 

ঝাউশাখে যেথা বনলতা বাঁধি হরষে খেয়েছি দোল, কুলের কাঁটার, আঘাত সইয়া কাঁচা-পাকা কুল খেয়ে অমৃতের স্বাদ যেন লভিয়াছি গাঁয়ের দুলালি মেয়ে। পোষ পার্বণে পিঠা খেতে বসে খুশিতে বিষম খেয়ে আরও উল্লাস বাড়িয়াছে মনে মায়ের বকুনি পেয়ে।

ক. মাইকেল মধুসূদন দত্তের অমর কীর্তি কোনটি?

খ. ‘আর কি হে হবে দেখা?’— কবি এ কথা বলেছেন কেন?

গ. উদ্দীপকের সাথে ‘কপোতাক্ষ নদ’ কবিতার সাদৃশ্যগত অনুভূতি ব্যাখ্যা করো।

ঘ. “উদ্দীপকে প্রতিফলিত অনুভূতির অন্তরালে যে ভাবটি প্রকাশ পেয়েছে তা-ই ‘কপোতাক্ষ নদ’ কবিতার মূলভাব”— এর যথার্থতা নিরূপণ করো।

৫.মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে মানবের মাঝে বাঁচিবারে চাই এই সূর্যকরে এই পুষ্পিত কাননে জীবন্ত হৃদয়-মাঝে যদি স্থান পাই।’ [সূত্র: প্রাণ, রবীন্দ্রনাথ ঠাকুর]

ক. গোলাম মোস্তফা কত সালে মৃত্যুবরণ করেন? খ. সম্রাট বাবর ইতিহাসে স্মরণীয় হয়ে আছেন কেন?

 গ. উদ্দীপকের সাথে ‘জীবন বিনিময়’ কবিতার বৈসাদৃশ্য নিরূপণ করো। 

ঘ. ‘অমরতার মধ্য দিয়েই আসে জীবনের সার্থকতা’— উক্তিটি ‘জীবন বিনিময়’ কবিতার আলোকে বিশ্লেষণ করো।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
pipilikait
pipilikait
pipilikait
pipilikait